বিশেষ প্রতিনিধিঃ ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(৪ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, সাবেক সাধারণ সম্পাদক ও কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী,তারানগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ফারুক, সাবেক সাধারণ সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এম এ এইচ আবিদ, শাহজালাল অপু,রেজাউল করিম রিপন, সোহেল মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ গঠন হওয়ায় পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতার বীজবপন করেছে। ১৯৪৮ সালে গঠন হওয়ায় পর বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তার নেতৃত্ব দিয়েছে আর বাংলাদেশ ছাত্রলীগ শেখ মুজিবুর রহমানে উপাধি দিয়েছেন” বঙ্গবন্ধু”। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাসে সাথে ছাত্রলীগের সাথে রক্তের বন্ধন আবদ্ধ রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
শাহীন আহমেদ আরও বলেন, যারা ছাত্রলীগ করেন আপনাদের জানতে হবে শিক্ষা, শান্তি, প্রগতি এই তিনটির ভিতরে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে।
তিনি আরো বলেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীকে বঙ্গবন্ধু আত্মজীবনী ভালো ভাবে পড়তে হবে। তাহলে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস জানতে পারবেন। আপনাদের বাঙালির ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতি জানতে হবে ছাত্রলীগের কর্মী পড়াশোনায় পারদর্শী হতে হবে।
শাহীন আহমেদ আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতা কথা চিন্তা করুন ৭৫ বছর বয়সে তিনি যে পরিশ্রম করেন দেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দিয়েছেন। তার মত আমাদের পরিশ্রমি হতে হবে। কেরানীগঞ্জের কথা চিন্তা করেন ২০ বছর পূর্বের দিকে তাকালে কেরানীগঞ্জ ছিল একটি অন্ধকার আচ্ছন্ন ও অজয় নগরী ছিল। আজ সেই কেরানীগঞ্জ আলোকিত নগরীতে পরিনত হয়েছে।
কেরানীগঞ্জের সকল রাস্তা পাকা ও পিচ ঢালাই করা হয়েছে। ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্য বলেন, আমি যানতে পেরেছি আওয়ামী লীগ ছাত্রলীগের কাধে ভর করে কেরানীগঞ্জে বিভিন্ন সংগঠন ও সামাজিক সংগঠন গড়ে উঠেছে তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য আছে। এরা কারা জানতে হবে?
আওয়ামী লীগের কিছু নেতার ঘাড়ে ভর করে গড়ে উঠেছে। এরা বিএনপি, জামাতের লোক। তিনি ছাত্রলীগের নেতাদের অনলাইনে পারদর্শী হতে এবং অনলাইনে গুজব রটনাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান ।
Leave a Reply