1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

পুলিশের বিশেষ অঙ্গ কেটে স্ত্রী রেখেছিলো ময়লার ঝুড়িতে || buriganga tv

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

রাজশাহী (মহানগর) প্রতিনিধি: রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার আল-আমিনের বিশেষ অঙ্গ কেটে ঝুড়িতে ফেলে রেখেছিল তার স্ত্রী। তার দাবী একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক থাকায় তার বিশেষ অঙ্গ কেটে দেন। এঘটনায় গতকাল শুক্রবার পুলিশ কর্মকর্তার স্ত্রী রুপসী দেওয়ান কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছেন। এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ওই পুলিশ কর্মকর্তার বাবা বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান মামলাটি দায়ের করেন।

এদিকে ঘটনার পর ইফতেখারকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলায় তার স্ত্রী রূপসী দেওয়ানের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রূপসী দেওয়ান স্বামীর বিশেষ অঙ্গ কেটে সেটা ময়লার ঝুড়িতে রাখেন বলে পুলিশের কাছে স্বীকার করেন এবং বাসার ময়লার ঝুড়ি থেকে সেটি বের করে দেন। তার দাবি, একাধিক নারীর সঙ্গে তার স্বামীর অনৈতিক সম্পর্ক রয়েছে। সেই ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। ওসি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রূপসী দেওয়ান বোয়ালিয়া থানায় পুলিশ হেফাজতে ছিলেন। রাত ১২টার পর মামলা দায়েরের পর সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews