সৌরভ সোহরাব, সিংড়া প্রতিনিধিঃ নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেছেন, আমি নাটোরের এসপি আইন শৃঙ্খলার ক্ষেত্রে একবিন্দুও ছাড় নয়। আমরা প্রমাণ করেছি নাটোরের নির্বাচন বাংলাদেশের সকল নির্বাচনকে হার মানিয়েছে। আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের সিংড়ায় সেই মর্যদাকে অক্ষুন্ন রাখবো। শুক্রবার সকাল ১১টায় নাটোরের সিংড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
পুলিশ সুপার বলেন, আমরা কোন প্রতীক জানি না। আমরা জানি যে, এই নির্বাচনের সহিংসতায় যদি একটা মানুষের মৃত্যু হয় যারা এর সাথে জড়িত তাদের মাটির তল থেকে বের করে আনবো। আমরা এমন পরিবেশ করবো ৯০% ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসতে পারে।
পুলিশ সুপার বলেন,আজ থেকে সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। কোন শোভযাত্রা চলবে না। খাবারের আয়োজন করা যাবে না। প্রতিটি ইউনিয়নে ৩ টির বেশি নির্বাচনী অফিস করা যাবে না। যদি কেউ করে থাকে আমরা তা ভেঙ্গে দেবো। আমরা এর আগে নির্বাচন করেছি। কেউ ব্যালটের কাছে যেতে পারেনি। ব্যালটে যদি কেউ টাস করে তার পরিস্থিতি হবে ভয়াবহ। এই সিংড়া একটি ঐতিহ্যবাহী স্থান। মানুষ যাতে সিংড়ার নির্বাচনকে মডেল হিসাবে দেখতে পায়। আমরা সেই পরিবেশ তৈরী করবো।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ,অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম,জেলা নির্বাচন অফিসার মোঃ আছলাম,সহকারী পুলিশ সুপার জামিল আকতার,সিংড়া থানা অফিসার ইনর্চাজ নুর-এ আলম সিদ্দিকী।
Leave a Reply