কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর ডা. মুরাদ হাসান রাতেই দেশ ছেড়েছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে কানাডার উদ্দেশ্যে তিনি যাত্রা করেন।
এর আগে বৃহস্পতিবার রাত আটটা ৫০ মিনিটে কানাডা যাওয়ার উদ্দেশে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন।
বুধবার (৮ ডিসেম্বর) ডা. মুরাদ কানাডা যাওয়ার উদ্দেশে একটি টিকিট কাটেন।তবে মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) পদত্যাগের দিন (৭ ডিসেম্বর) নিজের হাতে নিয়ে গেছেন।
এদিকে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে হাইকোর্টে রিটও দায়ের করা হয়।
এরই মধ্যে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
Leave a Reply