সৌরভ সোহরাব, সিংড়া প্রতিনিধিঃ আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নৌকার বিদ্রোহী প্রার্থীকে ভোটের মাঠ ছেড়ে ঘরে ফেরার অনুরোধ করলেন নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমুলের নেতা কর্মীরা।
বৃহষ্পতিবার রাত ৮ টায় ৯ নং ওয়ার্ডের হাতিগাড়া গ্রামে নৌকার মাঝি সিরাজুল মজিদ মামুনের নির্বাচনী উঠান বৈঠকে বক্তারা এই অনুরোধ করেন।
আলহাজ্ব আক্কাস আলীর সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সভাপতি নুরুল ইসলাম নুরু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জুলহাজ কায়েম, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ, স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা সাইফুল আলম, হাতিগাড়া গ্রামের আনিছুর রহমান সহ নেতা কর্মীরা।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা,বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, আমাদের প্রিয় নেতা জুনাইদ আহমেদ পলক ও উন্নয়নের প্রতীক নৌকা। তাই এই নৌকাকে নিয়ে কোন ষড়যন্ত্র হলে কাউকে ছাড় দেওয়া হবে না। বক্তারা বলেন, মনোনয়ন না পেয়ে কালাম চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী হয়ে দলকে বিভ্রান্তি করছেন।
আমরা আপনাকে ঘরে ফেরার অনুরোধ করছি। নইলে ইউনিয়ন আওয়ামীলীগ আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply