1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ১১ যাত্রী || buriganga tv

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে অতিরিক্ত যাত্রীর ভারে  একটি  খেয়া নৌকা ডুবে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। নৌকায় থাকা শিশু ও নারীসহ ১১ যাত্রী সবাই কেরানীগঞ্জের খোলামুড়া এলাকার বাসিন্দা।
আজ সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া ঘাটের পার্শ্ববর্তী হোসেন মাঝি ঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে নৌকাটি ডুবে যায়। নৌকাটি কেরানীগঞ্জে হোসেন মাঝি ঘাট থেকে কামরাঙ্গিরচর যাওয়ার জন্য যাত্রী বোঝাই করে রওয়ানা করছিলো।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী আফজাল নামের এক ব্যক্তি জানান, বৃষ্টির জন্য এসময় ঘাটে একটিমাত্র নৌকা ছিল। সে তুলনায় যাত্রী বেশি থাকায় নৌকায় ওঠার জন্য তাড়াহুড়ো  করে, একসাথে অনেক যাত্রী তাড়াহুড়ো করে নৌকায় উঠে। পরে নৌকাটি ঘাট থেকে ছেড়ে একটু সামনে এগোতেই অতিরিক্ত যাত্রী চাপে নৌকাটি উল্টে গিয়ে সবাই নদীতে পড়ে যায়। স্থানীয়রা নৌকাটির ডুবে যাওয়া নারী ও শিশুদের উদ্ধার করে। যদি মাঝ নদীতে নৌকাটি ডুবতো  তবে বড় ধরনের দুর্ঘটনায় পরিনত হতে পারত।
নৌকা ডুবির বিষয় বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সোবাহান মিয়া জানান, আজ দুপুরে নৌকা ডুবির একটি খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথেই টিম পাঠানো হয়েছে। তবে নৌকাটি ঘাটে উল্টে যাওয়ায়,এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘাটে প্রায়ই নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা চলাচল করে। আমরা এ বিষয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার মাঝিদের সাবধান করেছি। এরপরও যদি নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নৌকা চলাচল করে। প্রতিটি নৌকায় ৬ জন যাত্রী নিয়ে চলাচল করার কথা। তবে যারা এর ব্যতিক্রম করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews