বৃষ্টির কারণে দিনের খেলা আর মাঠে গড়ানো সম্ভব নয় দেখে আজকের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন দুই আম্পায়ার। আগামীকাল সকাল সাড়ে নয়টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা। ৬৩.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে পাকিস্তান।
প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৬১/২ (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৩৮*, বাবর ৬০*; ইবাদত ৯-১-২৮-০, খালেদ ৪-১-১৯-০, সাকিব ১৫-৬-৩৩-০, তাইজুল ১৭-৫-৪৯-২, মিরাজ ১২-২-৩১-০)।
প্রথম দিনে খেলা হয়েছিল ৫৭ ওভার। দ্বিতীয় দিনে হতে পারল মোটে ৬.২ ওভার। বাবর আজম ও আজহার আলি তাতেই তুলে ফেলেন ২৭ রান। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি পেরিয়ে যায় শতরান।যেটুকু সময় মিলেছে, সহায়ক কন্ডিশনেও ভালো বোলিং করতে পারেননি বাংলাদেশের দুই পেসার ইবাদত হোসেন চৌধুরি ও সৈয়দ খালেদ আহমেদ।
অবশেষে বৃৃষ্টি বাধা কাটিয়ে শুরু হলো দ্বিতীয় দিনের খেলা। ১২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত চলবে দিনের খেলা। এর পরে চা পানের বিরতিতে যাবে দুই দল। মোট ৫৭ ওভার খেলা হবে এ সেশনে। দিনের প্রথম ওভার করেন খালেদ আহমেদ। ক্রিজে আজহার আলী ও বাবর আজম।
বাবর আজম ও আজহার আলির জুটি পা রাখল তিন অঙ্কে। ইবাদত হোসেনের বলে আজহারের সিঙ্গেলে পূর্ণ হলো জুটির শতরান।
২০৪ বলে সেঞ্চুরি হলো এই জুটি। তাতে ৬৪ রানই এসেছে বাবরের ব্যাট থেকে, আজহারের অবদান ৩৪ রান।
বৃষ্টির কারণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। প্রথম দিনশেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। প্রথম দিন আলোক স্বল্পতার কারণে ৩৩ ওভার বাকি থাকতেই সমাপ্ত টানতে হয়েছে। তাই আজ খেলা শুরু হওয়ার কথা ৩০ মিনিট আগে। কিন্তু দ্বিতীয় দিনও মাঠে বৃষ্টির বাগড়া।
সকাল সোয়া ৯টায় মাঠ পরিদর্শন করার কথা ছিল আম্পায়ারদের। তবে বৃষ্টির কারণে তারা মাঠেই নামতে পারেননি। দিনের খেলা শুরু হতে তাই দেরি হচ্ছে নিশ্চিতভাবেই।
আগের দিনটি শেষ হয়েছিল যেখানে, নতুন দিনের শুরু যেন সেখান থেকেই। সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। চারপাশ অনেকটাই অন্ধকার। উইকেটের ঘোমটা সরানোর সুযোগও হয়নি। সকাল ৯টার পরপর শুরু হয় টিপটিপ বৃষ্টি।
প্রথম দিনের প্রথম সেশনে লড়াই জমে উঠেছিল দারুণভাবে। প্রথম ঘণ্টায় পাকিস্তান দারুণ শুরু করলেও পরে তাইজুল ইসলামের সৌজন্যে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে বাবর আজম ও আজহার আলির জুটিতে দ্বিতীয় সেশন নিজেদের করে নেয় পাকিস্তান। আলোকস্বল্পতায় খেলা ৩৩ ওভার আগেই শেষ হওয়ার সময় এগিয়ে ছিল সফরকারী দলই।
Leave a Reply