1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

কোন্ডা ইউনিয়নকে পরিচ্ছন্ন ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু|| buriganga tv

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নকে পরিচ্ছন্ন ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু করা হয়েছে।

আজ ০২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এ কাজের উদ্বোধন করেন কোন্ডা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আবুল হোসেন রতন।

বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাইদুর রহমান চৌধুরী ফারুক বলেন,  কোন্ডা ইউনিয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে কাঁচা পচনশীল ময়লা সংগ্রহ এবং সেগুলি সঠিক জায়গায় ডাম্পিং করার জন্য প্রাথমিকভাবে কাজটি চালু করছি। যদিও এ কাজটি একটা বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেবের আর্থিক অনুদানে  ময়লা সংগ্রহের জন্য কয়েকটি ভ্যান ও ট্রলি প্রদান করেছেন। সেগুলো দিয়ে প্রাথমিক ভাবে দোলেশ্বর গ্রামে বর্জ্য ব্যবস্থাপনার কাজটি  শুরু করছি। ভবিষ্যতে আরো বড় আকারে পুরো কোন্ডা ইউনিয়নে শুরু করব । সংগৃহীত এসকল বর্জ্য থেকে আমরা বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা দেখাতে পারব।

ফারুক চৌধুরী আরও বলেন, কোন্ডা ইউনিয়নকে মাননীয় বিদ্যুত জ্বালাণী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর নির্দেশনায়  একটি পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।  এ কাজটি করতে হলে এলাকাবাসীর সহায়তা অবশ্যই প্রয়োজন। তাই আমি আমার ইউনিয়বাসীকে সঠিক জায়গায় ময়লা আবর্জনা ফেলার জন্য অনুরোধ জানাই। পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন গড়তে তিনি ইউনিয়ন বাসীর সহায়তা কামনা করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews