নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে তৃতীয়ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেও ৩ টিতে চলে ভোটগ্রহন। এতে ১ ইউনিয়নে ইভিএম মেশিনে ভোট গ্রহণ হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন। তবে ভোট গ্রহণে কিছুটা ধীর গতি থাকায় ভোটারদের মাঝে বিরক্তি কিছুটা লক্ষ্য করা গেছে। কিছু জায়গায় সহিংসতার ঘটনা ছাড়া মোটামুটি সমস্ত কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে প্রিজাইডিং অফিসার গন দাবি করেছেন। সকালে বাস্তা ইউনিয়ন এর রাজাবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকের প্রার্থী এ,জেড আই জিন্নাহ তার পোলিং এজেন্টদের জোর করে বের করে দেয়ার অভিযোগ তুলেন। এনিয়ে কেন্দ্রে হট্টগোল সৃষ্টি হলে পরবর্তীতে ম্যাজিস্ট্রেট ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও হাসনাবাদ কামু চান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার ছবি তোলার কারণে গণমাধ্যম কর্মীরা হামলা হয়েছে। এ সময় ভোট কেন্দ্র দখল করতে চাইলে পুলিশ ও বিজিবির এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গণমাধ্যমকর্মীদের উপর হামলার দুজনকে আটক করে।
একই থানার শুভাঢ্যা ১ নং ওয়ার্ডের শুভাঢ্যা হাই স্কুলের সামনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। তবে কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি ও এঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরনের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসির মন্তব্য জানতে চাইলে তিনি নির্বাচনের সময় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার নিষেধাজ্ঞা আছে জানিয়ে বিষয়টি এড়িয়ে যান। এছাড়াও শাক্তা ইউনিয়নে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে স্বতন্ত্রপ্রার্থী মোটরসাইকেল প্রতিকের সজীব বেপারী নির্বাচন প্রত্যাখ্যান করেন।
উল্লেখ্য: কেরানীগঞ্জে ২২৩টি ভোটকেন্দ্রের ১৪১২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার ৫৩২৫২৭ (পাঁচ লাখ বত্রিশ হাজার পাঁচশত সাতাশ) জন, এর মধ্যে পুরুষ ভোটার ২৭১৭১০ (দুই লাখ একাত্তর হাজার সাতশ দশ), মহিলা ২৬০৮১৭ (দুই লাখ ষাট হাজার আটশ দশ) জন। সুষ্ঠু পরিবেশ নির্বিঘ্ন করতে ও আইনশৃঙ্খলা রক্ষার র্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স, ৩ প্লাটুন বিজিবি, পুলিশের মোবাইল টিম, প্রতি কেন্দ্রে অফিসারসহ ৫ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
Leave a Reply