বিশেষ প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ৩৮১ তম শাখার কেরানীগঞ্জের কালীগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় পূর্ব আগানগর স্বাধীন গার্ডেন সিটিতে শাখাটির উদ্বোধনের মধ্য দিয়ে পথচলা শুরু হলো ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মাওলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ঢাকা সাউথ জোন প্রধান, আবু সাইদ মোহাম্মদ ইদ্রিস, আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ স্বাধীন শেখ , এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়া।
এসময় স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ শাখা প্রধান
সৈয়দ জিন্দার কবির।
এসময় গ্রাহকদের মধ্যে থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নাজমুল হাসান, সাইয়েদ যুবায়ের, মিঃ সুশীল কুমার মাদব। অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার সাইফুল আজম ও ইফতেখারুল হুদা।
প্রধান অতিথি বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মাওলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ধারক সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার কথা চিন্তা করে (ওআইসি) সম্মেলনে যোগদান করে তিনি সর্ব প্রথম এ প্রস্তাব গ্রহণ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে বলেন,১৯৮২ সালে ইসলামী ব্যাংক যাত্রা শুরু হয়, দেশের সাধারন মানুষের কথা চিন্তা ইসলামী ব্যাংক, গ্রামের কৃষক থেকে শুরু করে সকলের জন্য ব্যাংকিং সেবা দিয়ে শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রথম স্থান অধিকার করেছে। তিনি আরো বলেন সুদ মুক্ত ও মুদারাবা বিনিয়োগের ব্যবসায়ী দের ঋন প্রদানে কাজ করে যাচ্ছে।
এছাড়া আপনার একাউন্ট আছে অনেক টাকা বেয়ার করতে অসুবিধা দেশের যে কোন স্থানে বুথের টাকা জমা রাখার ব্যবস্থা করে থাকে ইসলামী ব্যাংক। কেরানীগঞ্জের কালীগঞ্জ ব্যবসায়ীদের ইসলামী ব্যাংকে একাউন্ট করার জন্য অাহবান জানান তিনি।
Leave a Reply