নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের গোয়ালখালি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাড়ির এক পরিবারের ৪ টি ঘর পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গত শনিবার রাত ১২টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট হয়ে এই ঘটনা ঘটে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মনির হোসেনের ছেলে পরান জানান, আগুনের ঘটনায় আমাদের পাকের ঘর সহ বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম। গেন্দু মিয়ার ছেলে আব্দুর রহিম জানান, আমাদের ঘরের আসবাবপত্র সহ সব পুড়ে ছাই হয়ে গেছে। পাশে আমার ভাইয়ের ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ ক্ষতিগ্রস্থ পরিবারের বরাত দিয়ে জানান, দুটি পরিবারের মোট চারটি ঘর পুড়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এতে প্রায় আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply