1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

কদমতলীতে নবনির্মিত পাবলিক টয়লেট পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ  কেরানীগঞ্জের কদমতলী নূরইসলাম কমান্ডার গোলচত্বর এলাকায় নব নির্মিত পাবলিক টয়লেট পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে তিনি নির্মিত পাবলিক টয়লেট ও এর আসপাশের এলাকা পরিদর্শন করেন।

জানাগেছে, বিগত কয়েকমাস পূর্বে টয়লেট নির্মাণ কাজ শুরুর পূর্বে “টয়লেট ভোগান্তিতে কদমতলীর যাত্রীরা” শিরোনামে বেসরকারী টেলিভিশন আনন্দটিভিতে একটি সংবাদ প্রচার করে। নিউজ প্রচারের পর উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বিষয়টি গুরুত্বর সাথে বিবেচনা করে।
পরে যাত্রী ও সাধারন পথচারীদের ভোগান্তি দূর করতে দ্রুত কদমতলী নূর ইসলাম কমান্ডার গোলচত্বর এলাকায় একটি পাবলিক টয়লেট স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেন। কয়েকদিনের মধ্যেই নতুন পাবলিক টয়লেট তৈরীর কাজ শুরু হয়। কম সময়ে দ্রুত পাবলিক টয়লেট তৈরী শেষ হয়।
এ বিষয়ে কদমতলী গোলচত্বরে নবাবগঞ্জ থেকে আগত সাকিল নামের এক যাত্রী জানান, নবাবগঞ্জ থেকে এসে আমরা কদমতলী নামি। তবে অনেক সময় টয়লেট ধরলেও তা করতে পারিনা। এখন টয়লেটটি হওয়ায় আমার মত অনেকরই উপকার হবে। স্থানীয় সিএনজি ও বাস চালক ও হেলপাররা টয়লেটটি নির্মাণ করায় উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে ধন্যবাদ জানান।
পাবলিক টয়লেটটি ২ কক্ষ বিশিষ্ট,  এর মধ্যে পুরুষদের ৩টি ও মহিলাদের জন্য ২টি আলাদা আলাদা টয়লেট ব্যবস্থা রয়েছে। হাই কমোডসহ থাকছে গোসল করার ব্যবস্থাও।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী দপ্তরের তথ্যমতে, পাবলিক টয়লেটটি নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ। চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারী কাজ শুরু করে এবং শেষ করে ৩০ জুলাই। যদিও কাজটি শেষ করার কথা ছিলো ৮ আগস্ট। নির্ধারিত সময়ের আগেই উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর তথ্যাবধানে কাজটি দ্রুত সম্পন্ন হয়।
জানা যায়, এলজিইডির প্যাকেজের আওতায় একই রকম ২টি টয়লেট নির্মাণ করা হয়। একটি কদমতলী নূর ইসলাম কমান্ডার গোলচত্বর ও অপরটি কেরানীগঞ্জ  উপজেলা পরিষদ  এলাকায়। দুটি টয়লেট নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩৫ লাখ ৬হাজার ৭শ ৬১টাকা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews