1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

সিংড়ার ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহবান জানালেন প্রতিমন্ত্রী পলক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন হিংসা বিদ্বেষ ভুলে দলকে ঐক্যবদ্ধ করে সেই মনোনীত প্রার্থীর নৌকার পক্ষে সবাইকে কাজ করার আহবান জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। নাটোরের সিংড়া পৌর ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত নেতা কর্মীদের এই আহবান জানান। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোন প্রতি হিংসা থাকবে না। আগামী ইউনিয়ন পরিষ নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রার্থীর কর্মীদের গালিগালাজ করা যাবে না। যারা মাঠে জনগণের সাথে থাকবে,জনগণ যাকে চাইবে মনোনয়ন তিনিই পাবেন। তৃণমুল নেতা কর্মীদের সাথে যার সুসম্পর্ক থাকবে তিনিই আগামীতে মনোনয়ন পাবেন। পলক বলেন, রাজনীতিতে যারা নতুন মুখ, তাদেরও জায়গা দিতে হবে। ঠিক তেমনি মনোনয়নের ক্ষেত্রেও পরিবর্তন হয়ে নতুন মুখ আসবে এটাই স্বাভাবিক। আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হই, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা যদি মেনে চলি তাহলে অবশ্যই নৌকার পক্ষে কাজ করবো আর এটাই হবে আজকের বর্ধিত সভার অঙ্গীকার।
আগামী ১৭ নভেম্বরের কাউন্সিলকে সামনে রেখে প্রতিমন্ত্রী বলেন, উৎসব মুখর পরিবেশে আমরা আগামী উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল করতে চাই। কাউন্সিলে গণতন্ত্র প্রক্রিয়ায় সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আঃ ওদুদ মোল্লা, আঃ রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন , সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।

বর্ধিতসভা পরিচলনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews