দেশে ডিজেলের দাম বাড়ায় বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ল। লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর আগে সর্বনিম্ন ভাড়া ছিল ১৮ টাকা।
আজ রোববার বিকেলে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে লঞ্চ মালিকদের সঙ্গে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।এর আগে যাত্রীপ্রতি ২৮.৮২ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছিল বিআইডব্লিউটিএ। আগের কিলোমিটার প্রতি ১ টাকা ৭০ পয়সার সঙ্গে ০.৪৯ টাকা বৃদ্ধি করে এ ভাড়া প্রস্তাব করছিল সংস্থাটি।
Leave a Reply