নিজস্ব প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই শ্লোগানে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কেরানীগঞ্জ আনন্দ শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহি অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি শাহীন আহমেদ তার বক্তব্যে বলেন ” কিছু ভুঁইফোড় সমবায় সমিতির নামে রেজিস্ট্রেশন নিয়ে মাল্টিপারপাস পরিচালনা করে। দিন আনে দিন খায় এ ধরনের সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা নিয়ে পালিয়ে যায় ও প্রতারনা করে। তাই সমবায় সমিতির রেজিস্ট্রেশন দেয়ার আগে প্রতিষ্ঠানের সবকিছু বিশেষভাবে যাচাই-বাছাই করতে হবে।”
এতে অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় অফিসার রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার শহিদুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, তারানগর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, কলাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান তাহের আলী, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি স্বাধীন শেখ, যুগ্মসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,মুনসিটি ২ সমবায় সমিতির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ। এছাড়া উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply