সৌরভ সোহরাব, সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
পঁচাত্তরের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারকে হত্যার পর বিশ্বাস ঘাতকেরা থেমে থাকেনি। সাধারণ মানুষের মাঝে বঙ্গবন্ধুর চেতনাকে দাবিয়ে রাখতেই বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল । জেল খানার মত একটি নিরাপদ জায়গা থেকেও শেষ রক্ষা হয়নি।
বুধবার বেলা ১১ টায় নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, জেল খানায় জাতীয় ৪ নেতাকে হত্যা করে বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধুর চেতনাকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এটা আমরা ধারণ করি এবং লালন করি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান,সাধারন সম্পাদক নাজমুল হক বকুল, জিএ কলেজ ছাত্রসংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুন সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply