ঢাকার কেরানীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলার ১১ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলা জটিলতার কারনে তারানগর ইউনিয়নের নির্বাচন পরে অনুষ্ঠিত হবে। উপজেলার ১১ টি ইউপিতে মোট ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী। সংরক্ষিত মহিলা আসনে ১৪১ জন ও সাধারন সদস্য(মেম্বর) পদে ৫৮৯ মনোনয়পত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনারের কার্যালয়সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশগ্রহনকারীদের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিন ছিল আজ ২অক্টোবর।
এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত ১১ইউপি’তে ১১জন, জাতীয় পার্টির হয়ে ৩ ইউপিতে মনোনয়নপত্র জমা দিয়েছ। তাদের মধ্যে শুভাঢ্যা, বাস্তা ও শাক্তা ইউনিয়ন রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আগানগর ও শুভাঢ্যা ব্যাতিত ৯টি ইউপি’তে ৯ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে। এদিকে জাকের পার্টিরও ৭ টি ইউনিয়নে প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে । এরমধ্যে হযরতপুর, শাক্তা, জিনজিরা ও কোন্ডা ইউনিয়ন ব্যতিত সবকটিতে মনোনয়পত্র জমা দিয়েছেন।
এছাড়া ১১ইউনিয়নে মোট ২৫ জন স্বতন্ত্রপার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিয়েছে।
আগামি ৪ নভেম্বর মনোনয়পত্র বাছাই, ১১নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ ১২নভেম্বর এবং ২৮ নভেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
Leave a Reply