এর আগে আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে বুড়িগঙ্গা নদীরকেরানীগঞ্জের খাগাইল নৌকাৃঘাট এলাকায় বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে ডুবে যায় ডিঙি নৌকাটি।
দূর্ঘটনায় বেঁচে ফেরা নৌকার যাত্রী ফাহিমা (৫০) জানান, সে তার দুইমেয়ে ও তিন নাতনী ও মেয়ে জামাই এবং নৌকার মাঝিসহ মোট ১১জন যাত্রী নিয়ে। এরা সবাই কামরাঙ্গিরচর ফ্যানঘাট এলাকা থেকে কেরানীগঞ্জের খোলামোড়া খাগাইল নৌকাঘাটের দিকে যাচ্ছিল। মাঝ
নদী বরারব নৌকাটি পৌঁছালে গাবতলীগামী বাল্কহেডটি সজোরেধাক্কা দেয়। সাথে সাথে নৌকাটি ডুবে গিয়ে দূর্ঘটনার শিকার হন তারা। এসময় ফাহিমার কাছে তার দেড় বছরের নাতনী সানজিদাকে নিয়ে কিছুক্ষণ সাতরে একটি নৌকায় ওঠে। এসময় সে গুরুতর আহত হন।
সাতজন সাতরে উপরে উঠতে পারলেও নারী ও শিশু সহ চারজ নিখোঁজ হন।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে নিখোঁজ রেখা বেগম (২৯) নামের এক নারীর লাশ উদ্ধার করেন। পরে বেলা সোয়া ১টার দিকে উদ্ধার করা হয় আট বছর বয়সী সানজিদা ওরফে রোদেলা নামের একটি মেয়ে শিশুর লাশ। সবশেষ বেলা ৩টার দিকে আট বছর বয়সী শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।
স্থানীয়দের অভিযোগ, নৌ কর্তৃপক্ষের নির্দেশনা মত ৫ জনের অধিক যাত্রী বহন করা যাবেনা। সে আইন অমান্যকরে ঘাট ইজারাদার বেশী লাভের আশায় ১০-১২ জন করে প্রতি নৌকায় জোর করে মাঝিদের চাপ
প্রয়োগ করে। আর এতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এমন দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ঢাকা জোন ৫ এর সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, সকাল পৌনে নয়টার দিকে আমরা খবর পেয়ে নয়টার সময় ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করি। মারা যাওয়া ও নিখোঁজ সবাই
একই পরিবারের সদস্য বলে জানতে পেরেছি। নিখোঁজ হওয়া চার জনের তিন জনকে উদ্ধার করতে পেরেছি । নিখোঁজ বাকি একজনকে আগামীকাল মঙ্গলবার সকালে উদ্ধার অভিযানে নামা হবে।
কেরানীগঞ্জের বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক আব্দুস সোবহান জানান, দুর্ঘটনার জন্য দায়ী মালবাহী নৌযান এমভি প্যাড়াডাইস নামক বাল্কহেডটি ও এর চালকসহ ৬ জনকে আটক করা হয়েছে ।
Leave a Reply