নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০ সিপিসি-২ সদস্যরা।
আজ ৩১ অক্টোবর রবিবার সন্ধ্যা সাতটায় উপজেলার কালিন্দীর চড়াইল বালুরমাঠ এলাকার সোহেল মিয়া ও রিপন মিয়ার গ্যারেজ থেকে মোঃ রাজিব (২৮) ও তার সহোদর ভাই সজিব (২০) এবং নুর ইসলাম (৩৫) নামের অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা চারটি অটো রিক্সা উদ্ধার করা হয়েছে।
র্যাবের অভিযানের সময় উপস্থিত ভুক্তভোগী অটোচালক মো. রাকিব জানান, “আমি গত তিনদিন আগে অটোরিকশা নিয়ে আবদুল্লাপুর দাড়িয়ে ছিলাম একজন লোক এসে আমাকে জিঞ্জেস করলো মামা রাজেন্দ্রপুর যাবা কিনা। কিছু কার্পেট নিয়া যাবো। কার্পেটগুলো গাড়িতে তুলে দিলে আলাদা বকসিস দিবো। আমি রাজি হয়ে যাই। তখন ওই যাত্রী তার কাছ থেকে তিনটি চাবিসহ একটি নতুন তালা আমার কাছে দিয়ে তার কার্পেট গুলো তুলতে বলে। আমি অটোরিকশায় তালা মেরে তার সাথে মার্কেটের ভিতরে যাই। এসময় কার্পেট বাঁধার জন্য একশ টাকা দিয়ে রশি আনতে বলে। আমি রশি নিয়ে এসে দেখি আমার অটো রিকশাটি নেই ,আর সেই যাত্রীকেও খুজে পাইনি। অটো রিকশা হারানোর পর তিনদিন যাবত আশি আব্দুল্লাপুর এলাকায় ওই যাত্রী ও আমার রিকশা খুঁজতে থাকি। পরে আজ দুপুরে দেখি ওই যাত্রীকে চিনতে পেরে স্থানীয়দেও ঘটনা বলায় তারা তাকে আটক রেখে র্যাবকে খবর দেয়। র্যাবের কাছে সে আমার অটো রিকশা চুরি করার কথা স্বীকার করে।”
যে কৌশলে অটো রিকশা চুরি করে সে বিষয় ঘটনার বিবরণ দিয়ে র্যাব-১০ কেরানীগঞ্জ সিপিসি ২ কোম্পানী কমান্ডার মেজর শাহরিয়ার আদনান জানান, গত তিনদিন আগে মোঃ রাকিব নামের চরকুলিয়া মধ্যেরচর এলাকার অটোরিকশা চালককে কার্পেট নিয়ে আসার কথা বলে ভাড়া করে আটককৃত নুর ইসলাম ও তার এক সহযোগী।
পরে রাকিবের কাছ থেকে কৌশলে অটোরিকশা থেকে চুরি করে পূর্ব চরাইল রাজিব ও সজিবের কাছে এনে বিক্রি করে নুর ইসলাম। তারা চুরি করা গাড়ির যন্ত্রাশ আলাদা করে রং করে নতুন বলে বিক্রি করত। দেয়া তথ্য মতে ঘটনাস্থলে এসে চুরি করা ৪ টি অটো রিকশা ও তিন চোরকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।
অভিযান শেষে র্যাবের প্রেসব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply