1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন হাইকোর্টের ৩ বিচারপতি সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম গ্রেপ্তার চাঁদাবাজির প্রতিবাদ করায় কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীর উপর হামলা কেরানীগঞ্জে অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণ পাঁচ দশকের ব্যবধানে প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশে আওয়ামী লীগসহ ২৬টি দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিয়েছেনঃ সংস্কার কমিশন সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে নাঃ তারেক রহমান আজিমপুরে বাসা থেকে অপহৃত আট মাসের সেই শিশু উদ্ধার

কেরানীগঞ্জের তেঘরিয়ায় টিকা কার্যক্রম উদ্বোধন করলেন -হাজি মোঃ লাট মিয়া

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

এরশাদ হোসেন বিশেষ প্রতিনিধি.
সারা দেশ ব্যাপী কোভিট-১৯ বিস্তার রোধকল্পে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ইউনিয়ন পর্যায়ে কোভিট
-১৯ কার্যক্রম এর আওতায় কেরানীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদে একযোগে গনটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে এ টিকা কার্যক্রম চলছে।

উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ১৮৩৮০ জনকে এ টিকার প্রদান করা হয়েছে বল জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মসিউর রহমান।
প্রতিটি ইউনিয়ন পরিষদে লাইনে দাঁড় করিয়ে শান্তি পূর্ণ ভাবে এ টিকা কার্যক্রম পরিচালনা করা হয়। আর এ কার্যক্রম পরিচালনা করতে রয়েছে গ্রাম পুলিশ ও উপজেলা ট্যাগ অফিসার অধিনে আনসার সদস্যরা। কোন রকম বিশৃঙ্খলা বা টিকা দিতে আসা সাধারন মানুষের কোন সমস্যা না হয় সেদিকে বিশেষ নজরদারি তে এ টিকা দেয়া হচ্ছে।

আজ শনিবার সকাল ১০টায় তেঘরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদ বাঘৈর হাইস্কুলে দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম এর উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের তেঘরিয়া ইউনিয়ন উদ্যোক্তা রাকিবুল হাসান মাসুমএর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ লাট মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোসাঃ আফরোজা আক্তার, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাজিয়া আক্তার,উপজেলা ট্যাগ অফিসার আরতী রানী মজুমদার ও আনসার কমান্ডার মোঃ মিজানুর রহমান মিজান, ইউপি সচিব কালিম উল্ল্যাহ, তেঘরিয়া ইউপি সদস্য আবুল খায়ের, সহ অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে টিকা কার্যক্রম উদ্বোধন করেন হাজি মোঃ লাট মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজি মোঃ লাট মিয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমার এলাকার সকল মানুষ কে এ টিকা নিতে হবে। এটিকা এখনো যারা গ্রহণ করেন নাই। তাদের কে টিকা গ্রহন করতে তিনি অনুরোধ জানান। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ফ্রী টিকা দিচ্ছেন। আর এ টিকা না নিলে আপনি আপনার পরিবার, গ্রামের মানুষ স্বাস্থ্য জুকিতে থাকবে। কোন দেশে গেলে টিকা কার্ড ছাড়া প্রবেশ করতে পারবেন না।আপনি কোভিট -১৯ টিকা নিন। নিজে ভাল থাকুন, পাশের মানুষকে সুস্থ রাখুন।
সকাল থেকে বিকাল পর্যন্ত এ গনটিকা কেন্দ্রে সর্বমোট ১৫৮৯ জনকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কমপ্লেক্সের ডাঃ আফরোজা আক্তার।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews