1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

কোন্ডায় টিকা কার্যক্রম উদ্বোধন করলেন – সাইদুর রহমান ফারুক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

বিশেষ প্রতিনিধি.
সারা দেশ ব্যাপী কোভিট-১৯ বিস্তার রোধকল্পে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ইউনিয়ন পর্যায়ে কোভিট
-১৯ কার্যক্রম এর আওতায় কেরানীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদে একযোগে গনটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ১৮৩৮০ জনকে এ টিকার প্রদান করা হয়েছে বল জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মসিউর রহমান।
প্রতিটি ইউনিয়ন পরিষদে লাইনে দাঁড় করিয়ে শান্তি পূর্ণ ভাবে এ টিকা কার্যক্রম পরিচালনা করা হয়। আর এ কার্যক্রম পরিচালনা করতে রয়েছে গ্রাম পুলিশ ও উপজেলা ট্যাগ অফিসার অধিনে আনসার সদস্যরা। কোন রকম বিশৃঙ্খলা
বা টিকা দিতে আসা সাধারন মানুষের কোন সমস্যা না হয় সেদিকে বিশেষ নজরদারি তে এ টিকা দেয়া হচ্ছে।
আজ শনিবার সকাল ১০টায় কোন্ডা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক এর স্বাস্থ্য কর্মীরাসহ উপজেলা ট্যাগ অফিসার শহিদুল ইসলাম , ইউপি সচিব প্রকাশ চন্দ্র দাস কোন্ডা ০১ নং ওয়ার্ড ইউপি সদস্য ইউপি সদস্য শফিকুল ইসলাম মামুন, রফিকুল ইসলাম , সহ অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। টিকা কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক।

সংক্ষিপ্ত বক্তব্যে সাইদুর রহমান চৌধুরী ফারুক বলেন, আমার এলাকার প্রত্যেক ভোটার ও সাধারন মানুষ কে এ টিকা নিতে হবে।  যারা এখনও টিকা গ্রহণ করেনি তাদের কে টিকা গ্রহন করতে তিনি আহবান জানান।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ফ্রী টিকা দিচ্ছেন। আর এ টিকা না নিলে আপনি আপনার পরিবার, গ্রামের মানুষ স্বাস্থ্য জুকিতে থাকবে। কোন দেশে গেলে টিকা কার্ড ছাড়া প্রবেশ করতে পারবেন না।আপনি
কোভিট -১৯ টিকা নিন! নিজে ভাল থাকুন, পাশের মানুষকে সুস্থ রাখুন।
সকাল থেকে বিকাল পর্যন্ত এ গনটিকা কেন্দ্রে সর্বমোট ১২০০ জনকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews