দলীয় প্রার্থীতা পাওয়ার বিষয়ে কোন্ডা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুহম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক বলেন, আমি জননেত্রী শেখ হাসিনা, ঢাকা – ৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে আন্তরিক ধন্যবাদ জানাই। দল থেকে আমাকে পুনরায় কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত করেছেন। তিনি বলেন, জনগনের ভালবাসায় আমি সিক্ত। সাধারন ভোটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঃনরায় মনোনয়ন পাওয়ায় আমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই।
পুঃনরায় দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তেঘরিয়া বর্তমান চেয়ারম্যান হাজি মোঃ লাট মিয়া বলেন, সর্ব প্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ও ঢাকা -৩ এর সাংসদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (এমপি) ও উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা জানাই । তিনি আরও বলেন, আমার ভাইয়ের মৃত্যুর পর তার অসমাপ্ত কাজগুলো শেষ করতে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ছিলাম। আমার ছোট ভাই মরহুম জজ মিয়া মানুষের সেবা করার জন্য আজো সাধারণ মানুষের অন্তরে রয়েছেন। তাকে মানুষ ভুলতে পারছে না। আমি তার রুহের শান্তি কামনায় নিজেকে জনগনের সেবায় নিয়োজিত রেখেছি। আমি জনগনের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি তেঘরিয়া ইউনিয়নের জনগনের পাশে থেকে সব সময় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ২৪ অক্টোবর গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় দলের চুড়ান্ত প্রার্থী নির্ধারণ করেন,বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তৃতীয় ধাপের এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর এবং ২৮ নভেম্বর ভোট গ্রহণ হবে।
Leave a Reply