নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কেরানীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবে যারা তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলায় মোট ১২টি ইউনিয়ন থাকলেও একটি ইউনিয়নে হচ্ছেনা নির্বাচন। এতে তারানগর ইউনিয়ন বাদে ১১টি ইউনিয়নে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এদের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জে ৫টি ইউনিয়নের ও মডেল থানায় ৬টি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নাম চুড়ান্ত ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার শুভাঢ্যা ইউনিয়নে হাজী ইকবাল হোসেন, আগানগর ইউনিয়নে জাহাঙ্গীরশাহ খুশি, তেঘরিয়া ইউনিয়নে লাট মিয়া, কোন্ডা ইউনিয়নে সাইদুর রহমান চৌধুরী ফারুক ও বাস্তা ইউনিয়নে আশকর আলী। ঘোষিত প্রার্থীরা প্রত্যেকেই বর্তমান চেয়ারম্যান ।
এছাড়াও কেরানীগঞ্জ মডেল থানায় ছয়টি ইউনিয়নের মধ্যে বর্তমান তিনজন চেয়ারম্যানসহ নতুন তিনজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পেয়েছেন। তাঁরা হলেন, হযরতপুর ইউনিয়নে আনোয়ার হোসেন আয়নাল, রোহিতপুর ইউনিয়নে আব্দুল আলী, কলাতিয়া ইউনিয়নে তাহের আলী, নতুন মুখ হিসেবে শাক্তা ইউনিয়নে হাবিবুর রহমান হাবিব, কালিন্দী ইউনিয়নে ফজলুল হক ও জিনজিরা ইউনিয়নে সালাউদ্দিন আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় তারানগর ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্যে জানাগেছে, ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্যপদে আগামি ২০ নভেম্বর পুন:নির্বাচন করার সিন্ধান্ত নেয়া হয়েছে। যেখানে দুটি কেন্দ্রের একটিতে ২হাজার ২৪জন ও অপরটিতে ১হাজার ৭’শ ৬২জন ভোটার রয়েছেন। সদস্যপদে পুন:নির্বাচন শেষে তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে। বর্তমানে তারানগর ইউনিয়নে মোশাররফ হোসেন ফারুক চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।
উল্লেখ্য এর আগে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এটি চূড়ান্ত করা হয়।
Leave a Reply