1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

পূঁজা মন্ডপে হামলার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

সারা দেশে প্রতিমা, পূজামণ্ডপ, মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে গণ–অনশন, গণ–অবস্থান ও বিক্ষোভ মিছিল করছেন কেরানীগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ এর সামনে ঢাকা নবাবগঞ্জ সড়কে এ কর্মসূচী পালন করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে এবং আয়োজনে সারা দেশের মত গণ–অনশন, গণ–অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন। এসময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দ্রুত বাস্তবায়ন করার দাবী জানান। এছাড়া সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান।
পরে মূল সড়ক দখল করে বিক্ষোভ মিছিল করেন। এতে প্রায় আধঘন্টা যাবৎ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

এসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেরানীগঞ্জ উপজেলা সভাপতি মদন মোহন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক এ্যাড. সুজন কমার দাস,সাংগঠনিক সম্পদক চন্ডি দাস সরকার, কেরানীগঞ্জ দক্ষিন থানা পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপ কুমার বর্মন।এছাড়া কেরানীগঞ্জ মডেল থানা পূঁজা উদযাপন কমিটির সভাপতি নিপেন বর্মন। মডেল পুজা উদযাপন কমিটির সাধারন সম্পদক গোপাল সরকার।

আরও উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নকুল চন্দ্র বর্মন, এ্যাড.শেখর চন্দ্র দাস ও উত্তম কুমার সরকার প্রমূখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews