নিজস্ব প্রতিনিধি: ইতিহাস ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দীর্ঘ ১৮ বছর পরে ঢাকার কেরানীগঞ্জে সম্মেলনের মাধ্যমে সংগঠনটির দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হচ্ছে।
সম্মেলন উপলক্ষে আজ শুক্রবার বিকালে উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচায় কেরানীগঞ্জের মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আসাদুজ্জামান রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সাংসদ নসরুল হামিদ বিপু।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সফল ছাত্রলীগ থেকেই সফল নেতৃত্বের শুরু। বিগত ছাত্রলীগের কমিটি থেকেই বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সুতরাং ছাত্রলীগ থেকে নেতৃত্বে শুরু হয় এটা প্রমাণিত। স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বে ছিল এই ছাত্রলীগ।”
তিনি আরও বলেন,“ মাঠে-ঘাটে যারা কাজ করে তাদেরকেই নেতৃত্বে আনতে হবে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের নেতৃত্ব যেন দক্ষ সংগঠক ও বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত ছাত্রনেতাদের হাতেই থাকে সেদিকে লক্ষ্য রেখে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন করতে হবে। আজ এখানে উপস্থিত আছেন এমন অনেকেই বিগত সময়ে সফল ছাত্র রাজনীতি করে তারা জনগনের ভোট পেয়ে জনপ্রতিনিধি হয়েছেন। ”
প্রতিমন্ত্রী এসময় ছাত্র নেতা নির্বাচনের ক্ষেত্রে ওই নেতার পরিবারের বিগত দিনের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করে দেখার জন্য নির্বাচক কমিটিকে নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মামুন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগে ২০০৩ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বর্তমান কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদুল হক সহিদ সভাপতি ও শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
Leave a Reply