1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

শেখ হাসিনা আজ সারা বিশ্বের নেতাঃমির্জা আজম (VIDEO)

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

শেখ মুজিবুর রহমান যেভাবে টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির জনককে রূপান্তরিত হয়েছেন ঠিক সেভাবেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী দেশরত্ন, মাদার অব হিউমিনিটি বিশ্ব নেতা উপাধিতে ভূষিত হয়েছেন। শেখ হাসিনা আজ সারা বিশ্বের নেতা। শেখ হাসিনার ক্ষমতার ১২ বছরে আজ কুঁড়েঘর দেখতে হলে জাদুঘরে যেতে হবে। ১২ বছর আগে যে সাইকেল চালাতেন তিনি এখন মোটরসাইকেল চালান। যিনি মোটরসাইকেল চালাতেন তিনি প্রাইভেট কার চালায় এই হলো শেখ হাসিনার উন্নয়ন। কেরানীগঞ্জে এক সুধী সমাবেশে একথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

তিনি (২০অক্টোবর) বুধবার সকালে কেরানীগঞ্জের আটিবাজার ঘাটারচর এলাকায় মডেল থানা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তাকে বিজয়ী করতে তার পক্ষে কাজ করবেন। আপনাদের প্রার্থী পছন্দ নাও হতে পারে, প্রার্থীর দিকে নয় শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে নৌকায় ভোট দিবেন। আর কোন নেতা যদি নৌকার বিরুদ্ধে নির্বাচন করে নৌকাকে ডুবাতে চেষ্টা করেন তাকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। কোন অবস্থাতেই তাকে আর দলে নেওয়া হবেনা। কেরানীগঞ্জে আমান উল্লাহ আমানকে পরাজিত করতে ঐক্যের বিকল্প নেই।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ এ্যাডভোকেট কামরুল ইসলাম সাম্প্রতিক সময়ে হিন্দুদের মন্দিরে আক্রমণ প্রসঙ্গে বলেন,একটি মহল আমাদের দেশে সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করতে তৎপর রয়েছে। আমাদের এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। বিগত কয়েক বছর ধরে কেরানীগঞ্জের দুই থানার আওয়ামীলীগের নেতৃত্বে ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। গত ১০ মাস আগে মডেল থানায় নতুন আহবায়ক কমিটি গঠনের পর দক্ষিন ও মডেল থানায় নিজেদেও মধ্যে কিছুটা অন্ত:কোন্দল ছিল। আমি মনে করি আজ থেকে সেই ভুল বোঝাবুঝির অবসান হলো। আজ থেকে আমাদের একটাই লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে নৌকাকে বিজয়ী করা। এখন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন বিপ্লব ও শফিউল আজম খান বারকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ, ঢাকা জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews