রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পৃথক অভিযানে ৪১৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ ২০ অক্টোবর বুধবার সকাল ১১:২৫ টা থেকে ১২:১০ টা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধনিয়া এলাকার চট্টগ্রাম হইতে ঢাকাগামী হাইওয়ে রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩৪৭ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ শামছুল আলম (৩৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, ১ মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের ১১ হাজার টাকা জব্দ করা হয়।
এছাড়া গত ১৯ অক্টোবর মঙ্গলবার রাত নয়টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৬৮ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সোহেল (১৯) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১ মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের ৯শত টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply