প্রাথমিক বিদ্যালয়ে ডিসেম্বরের শুরুতে শুধুমাত্র তিনটি বিষয়ে এ পরীক্ষা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন । পরীক্ষার জন্য নেয়া হয়েছে সব প্রস্তুতি । এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা বা পিইসি পরীক্ষা হবে না ।
করোনায় দীর্ঘ ১৮ মাস বন্ধের পর সারাদেশে স্কুল খুলেছে ১২ সেপ্টেম্বর। শিক্ষা মন্ত্রণালয় সিন্ধান্ত নেয় এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা না নেয়ার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় এবার, প্রাথমিক সমাপনী পরীক্ষাও না নেয়ার সিদ্ধান্তও হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষার্থীদের শুধু ৩ টি বিষয়ে বিদ্যালয়ভিত্তিক পরীক্ষা নেয়া হবে। সেই লক্ষ্যে সংক্ষিপ্ত সিলেবাসও করা হয়েছে। প্রাথমিকের অন্যান্য শ্রেণিতেও নেয়া হবে বার্ষিক পরীক্ষা।
করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে। বিদ্যালয়ে পাঠানো হয়েছে পাঠ পরিকল্পনা । শিক্ষকরাও সে অনুযায়ী ক্লাস নিচ্ছেন।
Leave a Reply