সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মকুল হোসেনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধায় ৪ নং ওর্য়াড আওয়ামীলীগের আয়োজনে থাওইল বাজারে এসভা অনুষ্ঠিত হয়।
৪ নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর আলী সোনার সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা জমসেদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ সরদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক রাফাত আলী, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ফরহাদ হোসেন রনি।
এসময় উপস্থিত ছিলেন, রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ আব্দুল মান্নান, আনোয়ার হোসেন ও আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক রইজ উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল জোব্বার, সিংড়া গোল-ই সরকারী কলেজ বঙ্গবন্ধু ছাত্রাবাসের ভারপ্রাপ্ত সভাপতি রকিবুল ইসলাম দিগন্ত সহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতা কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি।
সভায় বক্তারা বলেন, মুকুল হোসেন রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর দলকে সুসংগঠিত করে বঙ্গবন্ধুর আর্দশের চেতনাকে জাগ্রত করেছে। দলীয় দান অনুদান সুষম বন্টন করে প্রাপ্ত সাধারণ মানুষের মাঝে তা বিলিয়ে দিয়েছেন। আমরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে মুকুলকে নিয়েই স্বপ্ন দেখছি।
অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী মুকুল হোসেন তাঁর বক্তব্যে বলেন, “দল যদি জনগণ ও মাঠ দেখে মনোনয়ন দেয় তাহলে অবশ্যই আমি মনোনয়ন পাবো। জনগণ আমার পাশে আছে। আমি যেখানে উঠান বৈঠক করি সেখানে আর উঠান বৈঠক থাকে না, উঠান বৈঠক একসময় জনসভায় পরিণত হয়। আমার নেতা জুনাইদ আহমেদ পলকের নির্দেশে আমি দলের দায়িত্ব পালন করছি। জনগণ নিয়ে নেতার সাথে আছি এবং আগামীতেও থাকবো। মনোনয়ন প্রার্থী মুকুল আরও বলেন, দলের মনোনয়ন পেয়ে যদি চেয়ারম্যানের দায়িত্ব পাই তাহলে কথা দিচ্ছি আমার ইউনিয়নে কোন ঘুষ দুর্নীতি থাকবে না। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বয়স্ক ভাতার কোন টাকা লাগবেনা। এই ইউনিয়নকে ঘুষ দুর্নীতি মুক্ত করে একটি আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।”
Leave a Reply