1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

বিএনপি দলটি কাগজের বাঘ শুধু আস্ফালন আছে, শক্তি নেই – এ্যাড.কামরুল ইসলাম (ভিডিও)

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
ছবি-বুড়িগঙ্গা টিভি

আওয়ামীলীগ নেতা ও ঢাকা ২ আসনের এমপি এ্যাড. কামরুল ইসলাম বলেন, বিএনপি দল একটি কাগজের বাঘ,তাদের শুধু আস্ফালন আছে, শক্তি নেই। জনগন তাদের ডাকে সাড়া দেয়না।

তিনি আরো বলেন, বিএনপি দলটি এখন হযবরল । ২০০১ সালে ক্ষমতায় এসে ৫ বছর জনগনের ভাগ্য নিয়ে তামাসা করেছেন। তারা যুদ্ধ অপরাধী জামাত নেতাদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে মুক্তি যোদ্ধাদের অপমান করেছেন।তাদের বাংলাদেশ মানুষ আর চায় না। তিনি বিএনপিকে জনগনের কাতারে এসে নির্বাচনে অংশগ্রহন করার জন্য প্রস্ততি নিতে আহ্বান জানান।

কামরুল ইসলাম আরও বলেন,বাংলাদেশকে আর বিশ্ব বাসীর কাছে পরিচয় করিয়ে দিতে হয় না, বাংলাদেশ মধ্যম আয়ের দেশ,বঙ্গবন্ধু ট্যানেল, পদ্মা সেতু ঢাকা মাওয়া মহাসড়ক, চট্টগ্রাম হাইওয়ে এক্সপ্রেস, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পায়রা বন্দরসহ সারা বাংলাদেশের রোডঘাট, স্কুল মাদ্রসা, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে ১২ বছরে যে উন্নয়ন করেছেন তিনি তা বিশ্ব বাসীর নিকট আজ রোল মডেল।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন উপলক্ষে নেকরোজবাগ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের কমিটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যারা এ কমিটির বিরোধিতা করেন তারা আওয়ামীলীগের কেউ না। যারা ভুল পথে আছেন তাদের শোধরানোর জন্য আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল হাসান মোস্তান। অনুষ্ঠান উদ্বোধন করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক হাজি মোঃ শফিউল আজম বারকু,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন বিপ্লব।

আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য ফজলুল হক, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য নাজমুল জাহান রিপন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য হামিদা বেগম লতা,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য কামরুল ইসলাম কামু অন্যরা ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews