নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার। এজন্যে বৈষয়িক মহামারি করোনা নিয়ন্ত্রণে এনে বিদ্যাপীঠগুলো খুলে দিয়েছেন বলে মন্তব্য করেন ঢাকা জেলার জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডি সভাপতি ম. ই. মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । ঢাকা জেলা প্রশাসক আরো বলেন, স্থায়ী পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে উপজেলা পর্যায়ে ডিজিটাল কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ থাকা স্বত্ত্বেও আমরা তার সবটুকু ব্যবহার করতে পারছিনা। এজন্য আমাদের আরো সক্ষমতা অর্জন করতে হবে। মাঠ পর্যায়ে বাস্তবায়ন জরুরী। শিক্ষকরা হল মানুষ গড়ার কারিগর। তারাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বড় বড় কর্মকর্তা হওয়ার ভিত্তি তৈরী করে দেন। বিশ্বের সবচেয়ে সম্মানী ব্যক্তি হল শিক্ষক। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদেশ্যে জেলা প্রসাশক পড়াশুনায় মনোযোগী হওয়া ও শিক্ষকদের সম্মান করতেও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এর আগে সকালে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতল পরিদর্শন করেন। পরে সেবার মান বাড়াতে নার্সদের সাথে এক মত বিনিময় সভায় অংশ নেন। এতে ঢাকা জেলার সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply