1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বিআরটিএ ও পাসপোর্ট অফিস থেকে ৫২ দালাল আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় ও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই প্রতিষ্ঠান থেকে ৫২ দালালকে আটক করেছে।

এদের মধ্যে বিআরটিএ অফিস ইকুরিয়া থেকে  ৩৬ জন ও দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় পাসপোর্ট অফিস থেকে ১৬ দালালকে আটক করা হয়।

আজ(৫ সেপ্টেম্বর) রোববার  দুপুর থেকে র‌্যাব-১০ এর সহযোগিতায় বিআরটিএতে অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও পাসপোর্ট অফিসে অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জের বিআরটিএ কার্যলয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিষ্ট্রেশনের কাজ করতে আসা সাধারণ নাগরিকদের টার্গেট করে একটি দালাল চক্র মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুর থেকে অভিযান শুরু হয়।

অপরদিকে, কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে সাধারণ নাগরিকদের পাসপোর্ট করার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি দালাল চক্র।

র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযানে বিআরটিএ অফিস থেকে ৩৬ দালাল ও পাসপোর্ট অফিস থেকে ১৬ দালালকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews