1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

পিছন থেকে বাসের ধাক্কায় অটো চালক নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
ছবিঃ প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের শাক্তা হাই স্কুলের সামনের সড়কে যমুনা ডিলাক্স নামের বাসের থাক্কায় অজ্ঞাত (৩৫) অটো রিকশা চালক নিহত হয়েছে।

শনিবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যমুনা পরিবহন (ঢাকা মেট্রো ব ১১-৫৪০৪) নামের বাসটি রুহিতপুর থেকে জিনজিরাগামী রাস্তায় চলমান একটি অটো রিকশাকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে অটো চালক গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালঞ্চ এলাকায় কেরানীগঞ্জ সরকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) হাসান জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় যমুনা ডিলাক্স বাসটি জব্দ করি। তবে বাসের ঘাতক চালক পালিয়ে যায়। আহতকে হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসের চাঁকায় পিস্ট হয়ে নিহতের কোমরের হাড় ভেঙ্গে গুড়ো এবং বাম পায়ের কিছু অংশ একেবারে থেতলে গেছে। চিকিৎসকের মতে দূর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই চালকের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রকৃয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews