1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে সাগর হত্যা মামলার আসামী পিস্তলসহ গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার অন্যতম আসামী রবিন(২০)কে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব। সে আলোচিত অটোরিক্সা চালক সাগর হত্যা মামলার ২য় অন্যতম আসামী।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে র‍্যাব-১০। এছাড়া তার নিকট থেকে ১ টি মোবাইল ফোন ও নগদ- ৬ শত১০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, নিহত সাগর (২০) পেশায় একজন লেগুনা চালক। গত ১৬ জুলাই  সাগর তার বন্ধু শুভ গাজী @ রতন এর নিকট পূর্বের ধার দেওয়া টাকা চাইতে গেলে রবিন, শামীম ও রুবেলসহ তার অন্যান্য বন্ধুদের সাথে ঝগড়া হয়।

এরই সূত্র ধরে গত ১৭ জুলাই আনুমানিক রাত সাড়ে আটটার দিকে সাগর চুনকুটিয়া যাওয়ার পথে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী গোলচত্তর পেট্রোল পাম্পের সামনে এসে গাড়ি থামানো মাত্রই  রবিন ও তার অন্যান্য সহযোগীরা সাগরকে টেনে হেছড়ে গাড়ী থেকে নামিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে সে প্রাণে বাঁচার জন্য পালানোর চেষ্টাকালে গ্রেফতারকৃত আসামী রবিন সাগরের ডান কাঁধে ও কোমরের বাম পাশে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দ্বারা আঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাগরকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সে ঘটনায় নিহতের পিতা মোঃ জমির আলী (৪৫) বাদী হয়ে দক্ষিণ কেরণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, গত ১৮ আগস্ট র‌্যাব-১০ এর একটি দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় সে মামলার ১ নং আসামী মোঃ রুবেল (২২)কে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে গ্রেফতার করে। এসময় পালাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখে। সাগর হত্যা মামলার অন্যতম ২য় আসামী মোঃ রবিউল @ রবিন (২০)কে ১টি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার করতে হয়েছে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন, অবৈধ অস্ত্রধারী রবিন সাগর হত্যার সাথে সরাসরি জড়িত ছিলো বলে জানায়।

গ্রেপ্তার হওয়া আসামীকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

One response to “কেরানীগঞ্জে সাগর হত্যা মামলার আসামী পিস্তলসহ গ্রেপ্তার”

  1. জাহিদ says:

    ধন্যবাদ এই ধরনের সংবাদ প্রচার করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews