নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার কেরানীগঞ্জে কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা ঋণ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মাধ্যমে বিতরন কার্যক্রম শুরু করেছে। এতে প্রথম পর্যায় ক্ষতিগ্রস্থ ১২ জন পল্লী উদ্যোক্তাকে ২৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে কেরানীগঞ্জ উপজেলা বিআরডিবি’র আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মহা পরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রী সার্থকতার সাথে কোভিড মহামারীর বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত গ্রহন করেছেন। এর অংশ হিসেবে যারা ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য ৩০০ কোটি টাকা প্রনোদনা ঋণ দেয়ার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ সঠিকভাবে সেটা ব্যবহার করবেন। তাতে গ্রামীন অর্থনীতি চাঙ্গা হবে। তাতে দেশের অর্থনীতি ঘুড়ে দাড়াবে।
তিনি আরো বলেন “আমাদের দেশের জন্য পল্লী উন্নয়ন মাস্টার প্লান্ট গ্রহন করা হয়েছে। সারা দেশের সকল ইউনিয়নের সবাইকে পালাক্রমে এর আওতায় আনা হবে। পল্লী উন্নয়নের যে কর্মসূচী গ্রহন করা হয়েছে, যদি সেটা বাস্তবায়ন করা হয় তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে উঠবে।”
এসময় কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান,দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন ও কেরানীগঞ্জ উপজেলা বিআরডিবি’র অফিসার মো.তাইবুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply