ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় তিতাস গ্যাস লাইন লিকেজ থেকে গ্যাস জমে রাস্তার স্যুয়ারেজ লাইনের মধ্যে বিস্ফোরন হয়েছে। বিস্ফোরন হওয়ায় রাস্তার উপর থাকা তিনটি স্ল্যাব উড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
গতকাল রোববার রাত অনুমান সোয়া ১১টার দিকে আমবাগিচা পুকুরপাড় এলাকায় মোহাম্মদ খালেদ সাহেবের ৫ তলা ভবনের সামনে রাস্তার এ ঘটনা ঘটে।
তিতাস গ্যাস এর পাইপ লাইন লিকেজ হয়ে গ্যাস জমে বিকট শব্দে এ বিস্ফারণ হয়। বিস্ফোরণের শব্দে আসপাশের কয়েকটি বাড়ি কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে পড়ে এলাকায় বসবাস করা বাসিন্দার।
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি মেম্বর হাজী রাসেল বলেন,গতকাল রাতে আমবাগিচা এলাকায় একটি বিস্ফোরন হওয়ার শব্দ শুনে সেখানে খবর নিয়ে জানতে পারি যে গ্যাস থেকে বিস্ফোরন হয়েছে। তবে সেটা তিতাস গ্যাস কোম্পানী রাতেই মেরামত করে দিয়েছে।
আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির আহমেদ জানান, রাত সোয়া এগারোটার দিকে মুঠোফোনে একজন জানায় যে আমবাগিচা পুকুরপাড় এলাকায় বিস্ফোরন এর ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই। গিয়ে দেখি রাস্তার উপর ড্রেনের ঢাকনা বিচ্ছিন্ন হয়ে উড়ে গিয়ে দূরে পরে আছে। সেখানে দেখা যায় তিতাস গ্যাসের লাইনের পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। অনেকদিন ধরে গ্যাস লিকেজে হয়ে ড্রেনের মধ্যে জমা হয়ে বিস্ফোরনের সৃস্টি হয়েছে। আল্লাহ রহমত করেছে যে কেউ হতাহত হয়নি।
জাকির আহমেদ আরো জানান, বিস্ফোরনের শব্দে আতঙ্কিত হয়ে পড়া মানুষকে শান্ত করার চেস্টা করেন। এসময় তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কে ঘটনার বিষয়ে জানিয়ে ফোন করেন।
পরে ঢাকার মতিঝিল অফিস থেকে রাত ২ টার দিকে একটি প্রতিনিধি ঘটনাস্থলে আসে। রাতেই গ্যাস পাইপ লাইনের লিকেজ মেরামত শুরু করে। পরে ফজরের আজানের সময় মেরামতের কাজ শেষ হয় বলে জানান জাকির আহমেদ।
Leave a Reply