1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

বুড়িগঙ্গা নদী থেকে একদিনে ভাসমান দুই লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ঢাকার কেরানীগঞ্জের দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নিচ থেকে রবি (৭) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করছে সদরঘাট নৌ পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে বুড়িগঙ্গা দিত্বীয় সেতুর আগানগর এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুর মা রুপা আক্তার জানান, তার ছেলে গতকাল শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে আজ জানতে পারে যে আগানগর এলাকায় ব্রীজের নিচে তার ছেলের মৃতদেহ ভাসছে। খবর পেয়ে সদরদঘাট নৌ পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
সদরঘাট নৌ পুলিশের এস আই শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ব্রীজের নিচ থেকে একটি নিহত শিশুর ভাসমান লাশ উদ্ধার করি। পরে নিহত শিশুর মায়ের কাছে ময়নাদতন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

অপর দিকে বুড়িগঙ্গা প্রথম সেতু থেকে লাফিয়ে পরা নিখোঁজ তরুনী নুসরাত জাহান মালার মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ওই তরুনী স্বামীর সাথে ঝগড়া করে সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এস আই মিজানুর রহমান জানান, আজ শনিবার সকাল দশটার দিকে পাগলা তালতলাঘাট এলাকায় কচুরীপানার সাথে ভাসমান অবস্থায় নিখোঁজ ওই তরুনীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত তরুনীর স্বামী মজিবরকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews