শুক্রবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশেরর একটি দল ঝিলমিল আবাসিক প্রজেক্ট এলাকার ২নং সেক্টরের ১১নাম্বার রাস্তার পাশ থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “শুক্রবার বিকালে ৯৯৯ থেকে একটা কল আসে যে ঝিলমিল প্রজেক্ট এলাকায় অজ্ঞাত এক ব্যাক্তি অচেতন অবস্থায় পরে আছে। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করি। এসময় তার পকেটে থাকা মানিব্যাগের ভিতর ড্রাইভিং লাইসেন্স দেখে তার নাম শরিফ বলে শনাক্ত করি।”
ওসি আরো জানান, বিকালেই ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়। সম্ভবত তাকে দুস্কৃতিকারী চক্র অজ্ঞান করে এখানে ফেলে রেখে গেছে।
বিষয়টি নিয়ে ৯৯৯ কল করা ব্যক্তি মোশাররফ খান বাদল তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে সে ৯৯৯ সেবা নিয়ে সন্তোস প্রকাশ করে লেখেন, ৯৯৯ এ ফোন করার পর তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে কানেক্ট করে দেয়। খবর পেয়ে দ্রুত থানা পুলিশ এসে ওই লোকটিকে উদ্ধার করে হাসপাতাল পাঠায়। এসময় ৯৯৯ দ্রুত সেবা দেয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যাবাদ জানান।
Leave a Reply