নিহত রফিকুল তিন সন্তানের জনক। সে আব্দুল্লাহপুরের চর কদমপুরের কুদরত আলীর বড় ছেলে ।
নিহতের ছোট ভাই জানায়, সকাল সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হয়ে আবদুল্লাহপুরে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাটি বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে । পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ এলাকায় বেশ কিছু ইটভাটার মাটি পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকগুলো বেপরোয়াভাবে চালানোর ফলে প্রায়সময়ই দূর্ঘটনা ঘটে। ভাটার মালিকরা ক্ষমতাশালী হওয়ায় কেউ তেমন প্রতিবাদের সাহস পায়না।
দূর্ঘটনার নিহত হওয়ার বিষয় ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া নিশ্চিত করছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজ খবর নিচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply