অবশেষে আগামী ১১ আগস্ট বুধবার থেকে প্রায় সবকিছুই খুলে দেয়ার সিদ্ধান্ত হলেও খোলা হচ্ছে না বিনোদনকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণজমায়েত বন্ধই থাকবে। এসকল কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি বৈঠকে যোগদান করে সভাপতিত্ব করেন। বৈঠক বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন- যেসকল বিষয় বলা হয়নি, যেমন বিনোদনকেন্দ্র, গনজমায়েত এগুলোর অনুমতি দেয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে ।
করোনাভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণে এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। অবশেষে ১১ আগস্ট থেকে থাকছে না সেই বিধি নিষেধ।
Leave a Reply