পূর্ব ঘোষিত ঈদের পরে লকডাউনের প্রথমদিনে অকারনে বের হওয়া বিভিন্ন ব্যক্তিদের দন্ড প্রদান করেছে মাঠে থাকা কেরানীগঞ্জ উপজেলা প্রসাশন।
অকারনে বের হওয়ার দায়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে মোট ৭৬ জনকে ৩৬ হাজার ৬০০ টাকা জরিমানা ও ১ জনকে জেল প্রদান করেন উপজেলা প্রসাশন।
সরকারঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হওয়ার খবর আগে থেকেই নির্ধারন করা ছিলো। করোনা সংক্রমণ রোধে মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রেখে শুক্রবার সকাল ৬টায় শুরু হওয়া এ বিধিনিষেধ চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
সরকারের নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করতে কেরানীগঞ্জের মাঠে রয়েছে পুলিশ,বিজিবি ও সেনাবাহিনী। এবারের লকডাউনে প্রশাসন গতবারের চেয়ে কঠোর অবস্থানে রয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, যারা সরকারী নির্দেশনা অমান্য করে অকারনে ঘর থেকে বের হবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো। সরকারী ঘোষণা মতো লকডাউন চলাকালিন সময়ে উপজেলা প্রসাশন মাঠে কঠোর অবস্থানে থাকবে।
Leave a Reply