1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
ছবিঃ সংগৃহীত

অবৈধভাবে লিবিয়ার জুওয়ারা উপকূল থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এসময় আরো ৩৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা সবাই লিবিয়া থেকে নৌকায় করে ইতালির অভিবাসন প্রত্যাশী ছিলেন । গতকাল ২১ জুলাই বুধবার লিবিয়ার রেড ক্রিসেন্টের একটি দল তাদেরকে উদ্ধার করে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট দলের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাগর থেকে কোস্টগার্ড সদস্যরা ৩৮০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছেন।

রেড ক্রিসেন্টের দেয়া তথ্যের বরাতে রয়টার্স জানায়, রওনা দেয়া ওই নৌকাটিতে সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা ছিলেন।

সংস্থার কর্মকর্তা মংগি স্লিম বলেন, ১৭ জন বাঙালি মারা গেছে এবং ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে যারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের পথে রওনা দিয়েছিল। তবে, নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে তিউনিসিয়ার উপকূলে বেশ কয়েকটি নৌযানডুবির ঘটনা ঘটেছে। অভিবাসনের প্রত্যাশায় তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে ইতালিতে পৌঁছানোর জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনায় নৌকা ডুবির ঘটনা বেড়েছে , এর কারন আবহাওয়ার উন্নতি ও সাগর শান্ত রয়েছে।

মূলত যুদ্ধ ও দারিদ্র্য কবলিত আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলো থেকে পালিয়ে নিরাপত্তা ও উন্নত জীবনের প্রত্যাশায় প্রাণের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে এসব অভিবাসন প্রত্যাশী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews