1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

বরিশালে  করোনার দ্বিতীয় ডেডিকেটেড হাসপাতাল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
প্রতিকি ছবিঃ
মরণঘাতি করোনা পরিস্থিতির সামাল দিতে বরিশালে করোনার দ্বিতীয় ডেডিকেটেড হাসপাতাল হতে যাচ্ছে বরিশাল সদর জেনারেল হাসপাতাল। রোগীর চাপ সামলাতে করোনার প্রথম ডেডিকেটেড শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ যখন হিমশিম খাচ্ছেন তখন এমন প্রস্তাব প্রেরণ করেছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। যে প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে প্রস্তাব বাস্তবায়ন হবে বলে আশ্বস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলমান করোনা পরিস্থিতির উর্ধ্বগতি অব্যাহত থাকলে খুব দ্রুত সময়ের মধ্যেই বরিশাল সদর জেনারেল হাসপাতাল সম্পূর্ন রূপে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রূপান্তরিত হবে। হাসপাতালে আইসিইউ সেবা দেওয়ারও ব্যবস্থা করা হবে। হাসপাতালের বর্হিবিভাগ ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা বন্ধ রাখা হবে। তথ্যের সত্যতা নিশ্চিত করে শনিবার (১৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, ইতিমধ্যে আমরা পাঁচটি আইসিইউ বেডের পাশাপাশি জনবল চেয়েছি।
এছাড়া করোনা ডেডিকেটেড হিসেবে অনুমোদন হয়ে গেলে ১০০ শয্যাবিশিষ্ট করা হবে। যেখানে ৮০জন রোগীকে সেন্ট্রাল অক্সিজেন ও বাকি ২০ জনকে সিলিন্ডার অক্সিজেন সুবিধা দেওয়া সম্ভব হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews