করোনার টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য বিভাগের এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
বর্তমানে ৩৫ বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা টিকার জন্য রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। এর আগে ৪০ ঊর্ধ্বসহ ১৮ ক্যাটাগরিতে অগ্রাধিকারভিত্তিতে টিকা দেয়া হতো। এখন অগ্রাধিকার তালিকায় যোগ হয়েছে কৃষক ও শ্রমিক জনগোষ্ঠী। তবে কৃষক ও শ্রমিকদের তালিকা আসতে হবে কৃষি মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় থেকে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে সাড়ে তিন কোটি টিকা মজুদ রাখার সক্ষমতা আছে। নিবন্ধন করে টিকা নিতে গ্রামাঞ্চলে বয়স্করা অপারগ হলে শুধু জাতীয় পরিচত্র দিয়ে টিকা নেয়ার ব্যবস্থা করা হবে। এসময় তিনি বলেন, ঈদের সময় ধিনিষেধ শিথিল হওয়ায় সংক্রমণের হার বাড়তে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয় মানুষের জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, লোকবলের অভাব কাটাতে শিগগির ২ হাজার চিকিৎসক, ৪ হাজার নার্স নিয়োগ করা হবে।
Leave a Reply