দেশে করোনায় নতুন রেকর্ড ২৪ ঘণ্টায় আরো ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৯২। একই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৬৩১। নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।
গত এপ্রিলের রেকর্ড ভেঙে ২৭ জুন এক দিনে ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, তার চার দিনের মাথায় ১ জুলাই ১৪৩ মৃত্যুর নতুন রেকর্ড হয়। তিন দিন পরেই আবালো সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু দেখল বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। যা নিয়ে মোট সুস্থ ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।
Leave a Reply