নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাসের উর্ধ্ব গতি ঠেকাতে দেশে চলমান ৭ দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন সোমবার অকারনে ঘর থেকে বের হওয়া মানুষ ও যানবাহনের বিরুদ্ধে কেরানীগঞ্জে সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে ভ্রাম্যমান
আদালত পরিচালনা করে। এসময় ২০ জনকে আটক করা হয়।
নিয়ম ভঙ্গ করায় এসময় ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড এবং ১৭ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ৫ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী ও মডেল থানার বিভিন্ন এলাকা থেকে নিয়ম ভংঙ্গের দায়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে শাস্তি প্রদান হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, ও কেরানীগঞ্জ মডেল কমিশন( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ জানান, লকডাউনের নিয়ম ভঙ্গ করার কারনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। লকডাউন চলাকালীন সময় আমাদের এ অভিযান চলমান থাকবে। এসময় অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার অসি আব্দুস ছালামের নেতৃত্বে একটি টিম সহযোগিতা করেন।
Leave a Reply