দেশে চলমান ৭ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সকালে রাজধানীর সড়কে মানুষের চলাচল কম। আজ শুক্রবার বেশিরভাগ শিল্পকারখানা বন্ধ থাকায় সড়কে গাড়িও চলছে কম। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে লোকজনের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সেনাবাহিনীর সদস্যরাও গাড়ি নিয়ে টহল দিচ্ছেন। বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হওয়া লোকজনকে থামিয়ে জানতে চাওয়া হচ্ছে চলাচলের কারণ। বেশিরভাগই যৌক্তিক কারণ দেখাচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। বিনা প্রয়োজনে কেউ চলাচল করলে বাড়ি ফিরে যাওয়ারও আনুরোধ করা হচ্ছে। সড়কে জরুরি সেবা ওপণ্যবাহী গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। চোকপোস্টে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে প্রয়োজনীয় কাগজ পরীক্ষা করা হচ্ছে।
Leave a Reply