করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভেঙে আবারো নতুন রেকর্ড হলো। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ জুন ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ছিল ১১৯ জনের। সর্বোচ্চ মৃত্যু ছাড়াও টানা পাঁচ দিন শতাধিক মৃত্যুর রেকর্ডও হলো। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে।
২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জন। এতে মোট শনাক্তরে সংখ্যা দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯০।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে একবার মৃত্যু ও দুইবার শনাক্তের রেকর্ড ভাঙা দেখলো দেশ। কঠোর লকডাউনে যাওয়া কত জরুরি ছিলে, তা শনাক্ত ও মৃত্যু এই পরিস্থিতি বলে দিচ্ছে।
Leave a Reply