1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

কেরানীগঞ্জের ইকুরিয়ায় স্যুয়ারেজ লাইন সংস্কার কাজ শুরু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুন, ২০২১
ইকুরিয়ায় স্যুয়ারেজ লাইন সংস্কার কাজ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ এর নির্দেশে শুরু হলো ইকুরিয়া বাজারের স্যুয়ারেজ লাইন ও সংস্কার কাজ। কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইকুরিয়া বাজারের জনভোগান্তি দূর করতে স্যুয়ারেজ লাইনের কাজ শুরু হওয়ায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

আজ (২৬ জুন) শনিবার সরজমিনে দেখা যায় ইকুরিয়া বাজারের স্যুয়ারেজ লাইনের কাজের এমন চিত্র। এলাকাবাসী জানিয়েছেন একটু বৃষ্টি হলেই বাজারে পানি জমে ভোগান্তির সৃষ্টি হতো। এতে এ রাস্তায় চলমান অটো রিকশা, (সিএনজি),ট্রাক, ভারি গাড়ি চলাচলে অনেক সমস্যা হতো। সাধারন মানুষের হাটাচলা করতে চরম অসুবিধার মধ্যে দিন পার করছিল। জমে থাকা পানিতে হাটাচলায় চরম ভোগান্তিতে পড়তে হতো বাজারে আসা সাধারণ মানুষের। নর্দমার নোংরা পানিতে গাড়ি চলাচলের সময় সাধারণ মানুষের কাপড়চোপড় নষ্ট হয়ে যেত। পানি জমে রাস্তাটিতে কাদামাটি আর খানাখন্দে পরিনত হয়েছে।

২৫ জুন ইউপি চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেন ও ইউপি সদস্য হাজি মোঃ ওহেদুজ্জামান এর তত্বাবধানে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন । রাস্তাটির স্যুয়ারেজ লাইন হওয়ায় বাজারে কেনাকাটা করতে আসা আশপাশের গ্রামের ৩ লক্ষাধিক মানুষের কষ্ট লাঘব হবে। বহু কাংঙ্খিত এ রাস্তার স্যুয়ারেজ লাইনের কাজ শুরু হওয়ায় এলাকার সাধারন মানুষ বেশ খুশি।

ইকুরিয়ায় স্যুয়ারেজ লাইন সংস্কার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী

জানাগেছে, সংস্কার করা স্যুয়ারেজের রাস্তাটি ২০২০ সালের ২০ মার্চ নিজস্ব অর্থায়নে আট নং ওয়ার্ড মেম্বার হাজি মোঃ ওহেদুজ্জামান, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেন ও তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজি মোঃ লাট মিয়ার সহযোগিতায় জনগনের কষ্টের কথা চিন্তা করে ৪ লক্ষ টাকা খরচ করে ইট ফেলে ১ কিলোমিটার সংস্করন করা হলেও ভারি ট্রাক, মাহিন্দ্রা ও সিএনজি অটোরিকশা চলাচলের কারনে রাস্তার স্যুয়ারেজ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। সেই সাথে রাস্তাটি বেহাল দশায় পরিনত হয়।

কেরানীগঞ্জের ইকুরিয়া বাজারের রাস্তাটি একটি ব্যস্ততম রাস্তা এ রাস্তাটি দিয়ে কয়েক  গ্রামের কয়েক লাখ লোক প্রতিদিন চলাচল করে। এছাড়া ইকুরিয়া বাজার এলাকা হওয়ায় নিয়মিত বাজার করতে আসে সাধারন মানুষ।

স্থানীয় প্রবীণ আওয়ামীলীগ নেতা জহিরুল হক জহির বলেন,  ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশে উন্নয়নের বিপ্লব ঘটেছে, যা মানুষ চিন্তাও করেনি।’ তিনি আরো বলেন, ‘তারই ধারাবাহিকতায় কেরানীগঞ্জে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু ভাই ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ এর নেতৃত্বে কেরানীগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে । আমরা যা আবদার করেছি তার চেয়ে বেশি পেয়েছি।’ তিনি বলেন, আমাদের ইকুরিয়া বাজারটিতে পানি জমে যেত এ খবর শোনার সাথে সাথে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ স্যুয়ারেজ লাইনের কাজ শুরু করার নির্দেশ দেন। আমরা আমাদের সংসদ সদস্য ঢাকা – ৩ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ এর প্রতি কৃতজ্ঞা জানাই।

শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ড মেম্বার হাজি মোঃ ওহেদুজ্জামান বলেন, ঢাকা -৩ সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর নির্দেশে রাস্তাটির সংস্কারও স্যুয়ারেজ লাইনের কাজ শুরু করেছি। এলাকাবাসীর বহু দিনের চাওয়া পাওয়া ছিল এ রাস্তাটি সুয়ারেজ লাইন ঠিক ও সংস্করণ করা। তিনি বলেন, সুয়ারেজ লাইন ও রাস্তাটি সংস্কার হওয়াতে মানুষের ভিতর ঈদের আনন্দের মত খুশি বইতে শুরু করেছে।

তিনি আরো বলেন, এই সুয়ারেজ লাইনটি মীরেরবাগ কবরস্থান থেকে শুরু ইকুরিয়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে। প্রায় ২ কিলোমিটার রাস্তার সুয়ারেজ লাইনের করা হবে। আমি আমার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ এর প্রতি শুভাঢ্যা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews