সারা দেশে সংক্রমণ ও মৃত্যু বাড়ার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭ জনের। এতে মোট মৃত্যুর সংখ্যা হলো ১৪ হাজার ৫৩ জন। আর গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।
গতকালের তুলনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমলেও, বেড়েছে শনাক্তের হার। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৫০ শতাংশ।
এর আগে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। গত বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ৬০৫৮ জন। তার আগে ১৩ এপ্রিল এক দিনে ৬ হাজার ২৮ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল।
এর আগে গত ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শুক্রবার দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এতে সুস্থ হয়েছেন মোট ৮ লাখ ৮৫৪ জন।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Leave a Reply